মুখে বলা হচ্ছে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’, অথচ কাজের বেলায় চলছে নগ্ন পক্ষপাতিত্ব। ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ইস্যু সমাধান হলেও, একই আইনে কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহীর কেন বাতিল হলো?
আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ দেখাব প্রশাসনের এই দ্বিমুখী আচরণ।
ভিডিওতে যা যা থাকছে: 👉 আইনের বৈষম্য: আব্দুল আউয়াল মিন্টু বনাম ব্যারিস্টার সালেহী—একই আইনে দুই রকম বিচার কেন? 👉 পুলিশের হাততালি রহস্য: বিএনপির প্রার্থীর বৈধতায় পুলিশ কেন হাততালি দেয়? আর জামায়াত প্রার্থীর বাতিলে সরকারি কর্মকর্তাদের উল্লাস কেন? 👉 পেশিশক্তির মহড়া: রিটার্নিং কর্মকর্তার সামনেই প্রার্থীকে ঘাড় ধাক্কা! ভোটারদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে কারা? 👉 ডিপ স্টেট বা আমলাতন্ত্রের ভয়: কেন প্রশাসন জামায়াতকে ভয় পায়? ঘুষ, দুর্নীতি আর ‘লাইফস্টাইল’ বাঁচানোর লড়াই।
প্রশাসন কি নিরপেক্ষ? নাকি তলে তলে নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় আনার ছক কষছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
0 Comments